সমাজের আলো।। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের এক দিন আগে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সে চিঠিতে পিসিবি জানিয়েছে, বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে না চাওয়ার যে অবস্থান নিয়েছে, তারা সেটির প্রতি সমর্থন জানায়। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবি এই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে।

পিসিবির এই চিঠির সময় নিয়ে প্রশ্ন উঠলেও, এতে আইসিসির অবস্থান বদলানোর সম্ভাবনা কম বলেই মনে করছে ক্রিকইনফো। তারা জানিয়েছে, এখন পর্যন্ত আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। তারা সূচি পরিবর্তন করতে চায় না। আইসিসি আগেই বিসিবিকে জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ীই হবে এবং বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেওয়ার সুযোগ নেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *