সমাজের আলো।। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে চলমান শীত মৌসুমে দূর্গতদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকালে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে ইউনিট ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস-চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাতক্ষীরা ইউনিটের সেক্রটারী প্রভাষক মো. ওমর ফারুক এর সঞ্চালনায় অসহায় হতদরিদ্র দূর্গত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, মো. জাহিদুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মো. ইকবাল কাদরী, উপ যুব-প্রধান-১ হাজেরা খাতুন প্রমুখ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলার অসহায় হতদরিদ্র ৪০০ জন জনগোষ্ঠীর মাঝে ৪০০ পিছ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট যুব কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

