মোঃ সোহাগ হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধিঃবাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধীঅভিযানে ১৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কোনো আসামিকে গ্রেফতার করতে পারিনি।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সূত্রে জানা যায়, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযানে (১১অক্টোবর) ভোর রাতে বাগআঁচড়া ঘোষপাড়া এলাকা থেকে দুইটি ভাগে রক্ষিত ১৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি আগে থেকে টের পেয়ে মাদক কারবারিরা উদ্ধারকৃত ভারতীয় ফেন্সিডিল রেখে পালিয়ে যায়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং এ সংক্রান্ত একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

