আতাউর রহমান: আজ ভোরে শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ এক যুবকে আটক করছে। যশোরের শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র সুত্রে জানা যায়, বাগআঁচড়ার এলাকার চালিতাবাড়িয়া পাঁকা রাস্তার উপর থেকে আব্দুল্লাহ(২৪) নামের ঐ যুবককে ৬০ বোতল ফেনসিডিল সহ আটক করে। সাথে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল। সে শার্শা থানার রাঘপুর গ্রামের তবিবর মোল্লার পুত্র। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক