সমাজের আলো : দিনমজুর মেহের আলীর বড় ছে’লে মো. শুকুর আলী নয়ন (২৭)। ভিটেমাটি কিছুই ছিল না তাদের। মা-বাবা, ছোট দুই ভাই এবং একমাত্র বোনকে নিয়ে নারায়ণগঞ্জে চলে গিয়ে সেখানে মডেল গার্মেন্টস নামে একটি গার্মেন্টসে কাজ করতেন। সেখানে থেকে ক’ষ্টার্জিত সঞ্চয়ে এলাকায় জায়গা কিনে বাড়ি করে মা-বাবা ভাইদের এলাকায় ফেরত পাঠিয়েছেন। বোনের বিয়ে দিয়েছেন। আরও কিছুদিন কাজ করে আরেকটু সঞ্চয় হলে এলাকায় ফিরে কিছু করার ইচ্ছে ছিল তার। বিয়ে করে এলাকাতেই থিতু হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু, গত শুক্রবার নারায়ণগঞ্জের ম’সজিদে এসি বি’স্ফোরিত হয়ে তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেলো। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতা’লে রাখা লা’শের সারিতে পাওয়া গেলো লালমনিরহাটের আদিতমা’রী উপজে’লার পলা’শী ইউনিয়নের তালুক পলা’শী এলাকার শুকুর আলী নয়নেরও পোড়া দেহ। নয়ন বাড়ি ফিরলেন ঠিকই কিন্তু লা’শ হয়ে। এক বছর আগে নিজ জে’লা লালমনিরহাট আদিতমা’রী উপজে’লার পলা’শী ইউনিয়নের তালুক পলা’শী এলাকায় একদোন জমি কিনে বাড়ি করেন তারা। এলাকায় বোন বৃষ্টি বেগমের বিয়ে দেন। নতুন বাড়িতে মাস চারেক আগে মা-বাবা, ভাই-বোনদের পাঠিয়ে দেন। নিজে থেকে যান নারায়ণগঞ্জেই। আর কিছুদিন গার্মেন্টে কাজ করে ঘর-দোর সাজ-গোজ করে এলাকায় ফিরে বিয়ে করার পরিকল্পনা ছিল নয়নের। বউ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। এলাকায় ব্যবসা-বাণিজ্য বা কিছু একটা করার কথা ছিল। কিন্তু সেসব আশা পূরণ হলো না। নয়ন বাড়ি ফিরেছে ঠিকই কিন্তু লা’শ হয়ে। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের কাছে তার জীবনের গল্প এভাবেই তুলে ধরেন আহাজারিরত নয়নের স্বজনরা।

