সমাজের আলো :- বিজিবি‘র অভিযানে সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ১.৮৯৫ গ্রাম ওজনের ০৪টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক করা হয়েছে।আজ সকালে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে সোনা সহ পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত চোরাকারবারীর নাম ইয়াকুব আলী (৫৩)। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের সাদেক আলীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, বিজিবি সদস্যরা গোপনে জানতে পারে একজন চোরাকারবারি ভারতে পাচারের জন্য সোনা নিয়ে কলারোয়া সীমান্তবর্তী মাদরা এলাকায় অবস্থান করছে। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পর সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা ক্যাম্পের হাবিলদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে বিজিবি সদস্যরা সন্দেভাজন ইয়াকুব আলী কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে কোমরে গামছা দিয়ে বাঁধা এক কেজি ৮৮৫ গ্রাম সোনা উদ্ধার করে। উদ্ধারকৃত সোনা ভারতে পাচারের জন্য সীমান্তে নিয়ে আসা হয়েছে বলে ইয়াকুব আলী বিজিবিকে জানিয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.৮৯৫ কেজি যার মূল্য ১,৯৫,০৯,০২৫/- (এক কোটি পঁচানব্বই লক্ষ নয় হাজার পঁচিশ) টাকা।
কলারোয়া থানার ওসি শাহিনুর রহমান জানান এ ঘটনায় একটি মামলা হয়েছে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
