সমাজের আলো।। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে তাদের গ্রুপ না বদলানোর ব্যাপারে আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ।

তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, সভাপতি আমিনুল ইসলাম ক্রিকেট আয়ারল্যান্ডকে রাজি করানোর চেষ্টা করছেন। আগে আইসিসিতে কাজ করার সুবাদে তাঁর সঙ্গে আইরিশ ক্রিকেটের অনেকের ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ আছে। গতকাল রাতেই তিনি কথা বলা শুরু করেছেন।আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কায়। অন্যদিকে বাংলাদেশ দলের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতে হওয়ার কথা থাকলেও নিরাপত্তাশঙ্কায় বিসিবি সেগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে চায়। গতকাল ঢাকায় অনুষ্ঠিত আইসিসি-বিসিবি বৈঠকে সমাধান হিসেবে দুই দেশের গ্রুপ অদলবদলের প্রস্তাবটি আলোচিত হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। লিটন দাসদের চার ম্যাচের তিনটি কলকাতায়, একটি মুম্বাইয়ে। অপর দিকে ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সব ম্যাচ কলম্বো ও ক্যান্ডিতে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *