সমাজের আলো : ভারতের একটি এলাকায় বিয়ের অনুষ্ঠানে খাসির মাংস না পেয়ে বরের কাণ্ডে অবাক হয়েছে মেয়ের পরিবার। জানা যায়, বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের খাসির মাংস খাওয়ানো হয়নি। এজন্য রাগ করে বিয়েটাই ভেঙে দিয়েছেন বর। শুধু তাই নয়, কনে বাড়ি থেকে বাসায় ফেরার পথে অন্য একটি মেয়েকে বিয়েও করেন। এই ঘটনাটি ঘটেছে বুধবার ভারতের উড়িষ্যার রাজ্যের সুকিন্দা এলাকায়কোলকাতার আনন্দা বাজার পত্রিকা জানিয়েছে, ওই রাজ্যের কেওনঝড়ের বাসিন্দা ওই যুবকের নাম রমাকান্ত। বুধবার বাঁধাগাঁও গ্রামে বিয়ে করতে গিয়েছিলেন। খেতে বসে বরযাত্রীরা খাসির মাংসের বায়না ধরে।কিন্তু এত দ্রুত খাসির মাংসের আয়োজনের জন্য প্রস্তুত ছিলেন না কনের বাড়ির লোকজন। বিষয়টি জানতে পেরেই রেগে যান বর রমাকান্ত।এক সময় বরযাত্রীদের নিয়ে তিনি বিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়ে, রাতে আশ্রয় নেন এক আত্মীয়ের বাড়িতে।বর রমাকান্ত সেই রাতেই অন্য একটি মেয়ের সাথে বিয়ে করেন। পরের দিন বউ নিয়েই ঘরে ফেরেন তিনি। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

