সমাজের আলো: চলছে আলু আবাদের মৌসুম। সাধারণত নভেম্বরের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত জমিতে আলু আবাদের উপযুক্ত সময়। তবে বীজ আলু কেনা নিয়ে এবার দাম নিয়ে বিপত্তিতে পড়ার আশঙ্কা কৃষকদের। তাই খাবার আলুর দাম যেভাবে সরকার নির্ধারণ করছে, তেমনি বীজ আলুর দাম নির্ধারণ করা দাবি উঠেছে কৃষকদের মাঝে। কৃষকরা জানান, আবাদের জন্য এরমধ্যেই বীজ আলু সংগ্রহ করতে শুরু করেছেন তারা। তবে বাজারে খাবার আলুর দাম বাড়তি থাকায় এবার বেশি দামে বীজ কিনতে হবে বলে বাজারে গুঞ্জন উঠেছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাবে বলে চিন্তায় রয়েছেন চাষিরা। মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এবছর মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। যা গত বছরের চেয়ে ১ হাজার হেক্টর বেশি। তবে এবার বন্যার পানি নামতে দেরি হওয়ায় নিয়মিত পর্যায়ের আলু চায় এখনও শুরু করতে পারছেন না কৃষকরা। তবে অতিদ্রুতই পুরোদমে আলু রোপণ শুরু হবে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শিগগিরই বেসরকারি পর্যায়ে জাত অনুযায়ী বীজ আলুর দাম নির্ধারণ করা করে দিলে খাবার আলুর মত বীজ আলুতেও দামের নৈরাজ্য ঠেকানো যাবে।

