সমাজের আলো: কলারোয়া উপজেলার মুক্তযুদ্ধকালীন কমান্ডার, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) । রবিবার ভোর ৬.০০ টায় কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপ্নের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন স্ট্রোক জনিত কারণে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে সমাজের আলো পরিবারের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করেছে। তার জানাজা নামাজ বাদ আসর কলারোয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছে। দেশের যুদ্ধকালীন ক্রান্তি লগ্নে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিনের অবদান আজীবন স্মরণ করবে সাতক্ষীরাবাসী।

