সমাজের আলো : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী পরিবেশ-উন্নয়ন ক্লাবের উদ্যোগে বুড়িগোয়ালিনী কলবাড়ী বাজার থেকে নীলডুমুর পর্যন্ত যত বাজার ঘাট আছে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ উন্নয়ন ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে সকল ময়লা আবর্জনা পরিস্কার কাজে অভিযান চালিয়েছে এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সাসটেইনেবল ইন্টারপ্রাইজ প্রকল্পের পরিবেশ অফিসার মোহাম্মদ ফাইসাল মাহমুদ। জলবায়ু পরিবর্তনে কে রুখতে পরিবেশ উন্নয়ন ক্লাব বুড়িগোয়ালিনী এলাকার সকল বাজার ও বসতি বাড়ির আশেপাশের ময়লা নদীতে না ফেলার জন্য প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে তা ছাড়া উঠান বৈঠকের মাধ্যমে এলাকার মানুষকে সচেতনতা বৃদ্ধি করছে যাতে কোন মানুষ পলিথিন জাতীয় কোন কাগজ নদীতে বা পথে-ঘাটে না ফেলে এজন্য বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাব নীলডুমুর বাজারে ৫০ টি ডাস্টবিন দিয়েছেন।
যথাযত ব্যবহার হচ্ছে কিনা পরিবেশ-উন্নয়ন ক্লাবের সদস্যরা প্রতিনিয়ত তদরকি করছেন তাছাড়া বুড়িগোয়ালিনী নৌ-পুলিশের অফিসার ইনচার্জ খাঁন শরিফুল ইসলাম বাজারের ডাস্টবিন ব্যবহার হচ্ছে কিনা সব সময় নজরদারি করছেন তিনি। বুড়িগোয়ালিনী পরিবেশ-উন্নয়ন ক্লাবের সভাপতি সাংবাদিক হালিম বলেন জলবায়ু পরিবর্তন করাকে রুখতে হলে সকল কে বেশি বেশি করে গাছ লাগাতে হবে তাছাড়া তিনি আরো বলেন পর্যটন এলাকা ঘোষণা করার পর থেকে এলাকায় পর্যটক এসে যেভাবে পলিথিন জাতীয় কাগজপত্র যেখানে-সেখানে ফেলে পরিবেশকে নষ্ট করছে আমরা সকলেই তাদের সাথে কথা বলে পলিথিন জাতীয় কাগজ ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করতে হবে।২১শে ফেব্রুয়ারি এই দিনে পরিবেশ-উন্নয়ন ক্লাবের উদ্যোগে শ্যামনগর উপজেলা চত্বর এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার অভিজান করে।
এম এ হালিম উপকূলীয় অঞ্চল (শ্যামনগর )প্রতিনিধি। শ্যামনগর উপজেলার পরিবেশ-উন্নয়ন ক্লাবের উদ্যোগে বুড়িগোয়ালিনী, মুন্সীগঞ্জ ও হরিনগর পরিবেশ-উন্নয়ন ক্লাবের যৌথ উদ্যোগে সোমবার সকাল থেকে এই পরিষ্কার অভিযান করেন। পরিবেশ উন্নয়ন ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে সকল ময়লা আবর্জনা পরিস্কার কাজে অভিযান চালিয়েছে, এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সাসটেইনেবল ইন্টারপ্রাইজ প্রকল্পের পরিবেশ অফিসার মোজাফ্ফার ফাইসাল । জলবায়ু পরিবর্তন কে রুখতে পরিবেশ উন্নয়ন ক্লাব শ্যামনগর উপজেলা চত্বর সহ শ্যামনগর সমাজসেবা কার্যালয়ের সামনে পরিত্যক্ত ময়লা প্ররিবেশ ক্লাবের সদস্যরা সহ শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান সাইদ এ অভিযানে অংশগ্রহণ করে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইদুজ্জামান সাইদ বলেন অতি তাড়াতাড়ি শ্যামনগর উপজেলায় ময়লা আবর্জনা ফেলার জন্য বড় পরিসরে একটি ডাস্টবিন তৈরি করা হবে। তাছাড়া সুন্দরবনের আশেপাশের নদীতে ময়লা না ফেলার জন্য প্রতিনিয়ত অভিযান চালাতে হবে তানাহলে পরিবেশের ক্ষতি থেকে আমরা মুক্তি পাবনা।
বুড়িগোয়ালিনী পরিবেশ-উন্নয়ন ক্লাবের সভাপতি সাংবাদিক হালিম বলেন জলবায়ু পরিবর্তন কে রুখতে হলে সকল কে ময়লা আর্বজনা ফেলা থেকে বিরত থাকার আহবান করাসহ ও বেশি বেশি করে গাছ লাগাতে হবে। মুন্সীগঞ্জ পরিবেশ উন্নয়ন ক্লাবের সভাপতি কে এম আনিচ বলেন
যেভাবে পলিথিন জাতীয় কাগজপত্র শ্যামনগর চত্বরে ফেলা হয়েছে তবে এভাবে যদি এ ধরনের আর্বজনা ফেলা হয় তাহলে দেখাযাবে এক সময় এসব স্থানে পলিথিন জাতীয় প্লাস্টিক ভরে থাকবে ফেলবার মত কেহ থাকবেনা। সর্বোপরি পরিবেশ উন্নয়ন ক্লাব এর পক্ষ থেকে সকল শ্রেণীর মানুষকে নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান থেকে সোমবারের এই অভিযানের অবসান ঘটান।

