ফজলুল হক সুন্দরবন অঞ্চল প্রতিনিধিঃ শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব, কর্তব্য ও দূর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ০৯ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮২ নং কলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম “নবযাত্রা” প্রকল্পের উদ্যোগে এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উক্ত রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জি.এম আব্দুর রউফ এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্যা মলিনা রাণী রপ্তান, প্রধান শিক্ষক পংকজ রায়, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর জিল্লুর রহমান, আব্দুল হাকিম, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, তরুণ মুখার্জী, বিজয় কৃষ্ণ মন্ডল, সুশীলন নবযাত্রা প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
