ভারতের মুর্শিদাবাদের হুমায়ুনের বাবরি মসজিদ: সৌদি থেকে আসছেন ধর্মগুরুরা, শাহি বিরিয়ানি তৈরি হচ্ছে ৪০ হাজার অতিথির জন্য, সজাগ প্রশাসন।
সমাজের আলো।। মসজিদের শিলান্যাস উপলক্ষে বেলডাঙার মরাদিঘি এলাকায় বিশাল আয়োজন হয়েছে। শনিবার থাকছে খাওয়াদাওয়ার ব্যবস্থাও। সে জন্য মুর্শিদাবাদের সাতটি ‘কেটারিং’ সংস্থাকে খাবার তৈরির বরাত দেওয়া হয়েছে। ৪০ হাজার অতিথির জন্য বিরিয়ানি প্রস্তুত করছে তারা। অন্য দিকে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করেছে প্রশাসন।

