সমাজের আলো : ৪৫ লাখ টাকার বাংলাদেশী টি শার্ট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা শনিবার ভোমরা বন্দর থেকে এগুলি উদ্ধার করা হয় ।সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ জানান, বিজিবি গোপনে জানতে পারে ঝুট ভর্তি একটি ট্রাকে করে ভারতে বিপুল পরিমাণ টি শার্ট ভারতে পাচার হচ্ছে ।সংবাদ নিশ্চিত হয়ে একটি ট্রাক তল্লাশী চালানো হয়। এ ঝুট ভর্তি ট্রাক থেকে ১২ কাটূন টি শার্ট উদ্ধার করা হয় । উদ্ধার করেন ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার।

