সমাজের আলোঃ যুক্তরাজ্য পুলিশ ফেডারেশন বলছে যারা মাতাল তাদের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব। তিন মাস লকডাউন থাকার পর ব্রিটেনে খুলেছে নানা ধরণের বিনোদন কেন্দ্র। সাউদ্যাম্পটনে নানা ধরণের মদ্যপ পাওয়া গেছে, যারা নগ্ন, খুশি, রাগান্বিত ছিলেন। তবে পুলিশ অধিকাংশ মানুষকেই ধন্যবাদ জানিয়েছে দায়িত্বশীলভাবে উদযাপন করার জন্য।
