সমাজের আলো : পরিবার বিয়েতে রাজি না হওয়ায় রাজধানীর দক্ষিণখানে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। স্থানীয়রা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবার ওই তরুণীর সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। এ জন্য তিনি গত শনিবার মধ্যরাতে বাড়ির পাঁচতলার কার্নিশে ওঠেন লাফ দিয়ে আত্মহত্যার জন্য। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে ওই যুবককে নামিয়ে আনেন। এ সময় শত শত উৎসুক জনতা ওই বাড়ির সামনে ভিড় করেন।

