সমাজের আলো: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাকে হত্যা ও লাশ গুম করার অভিযোগে ছেলে আকাশ পাণ্ডেকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লাশ পোড়ানোর কেরোসিনের বোতল উদ্ধার করা হয। গ্রেফতারকৃত আকাশ পাণ্ডে কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের মনোরঞ্জন পাণ্ডের ছেলে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গত ২৭ জুন রাতে মানসিক রোগী হাসি পাণ্ডের কাছে খাবার চান ছেলে আকাশ। এ সময় মা হাসি পাণ্ডে খাবার ফেলে দিয়ে ছেলেকে মারতে গেলে ছেলে আকাশ লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে।

