সমাজের আলো: ইয়াবার টাকার ভাগবাটোয়ারার সূত্রধরে মাদকসেবী সহপাঠী বন্ধুদের হাতেই নির্মমভাবে খুন হয় ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করা মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল মামুন। হত্যাকারীরা সবাই ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র। হত্যার পর নেশার ঘোরে পৈশাচিক খেলায় মেতে ওঠে মাদকসেবী বন্ধুরা। মাদকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে মামুনকে অচেতন করে। এরপর সবাই মিলে আনন্দ করতে করতে মামুনকে জবাই করে। জবাই করার পর মাথা কেটে হাতে নিয়ে চলে যায়। আর লাশ ফেলে দেয় রাস্তার ধারের ঝোপে। অনেক দূরে নির্জন জায়গায় গিয়ে সেই মাথা দিয়ে খানিকটা ফুটবল খেলে। এরপর তা ফুটবলের মতো লাথি মেরে ফেলে দেয় ঝোপের ভেতরে। অজ্ঞাত লাশ হিসেবে মামুনের মরদেহ উদ্ধার হয়েছিল। দীর্ঘ প্রায় তিন বছর পর আলোচিত সেই হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গ্রেফতার হয়ে খুনী আদালতে মামুন হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে। পুরো হত্যাকাণ্ডটিই ঘটেছে শুধুমাত্র মরণনেশা ইয়াবার জন্য। খুনী ইতোমধ্যেই আদালতে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছে। খুনের বর্ণনা শুনলে গা শিউরে ওঠে। এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার। তিনি জনকণ্ঠকে বলেন, দিন দিন মাদকের বিস্তার ঘটছে। বিশেষ করে ইয়াবা। দেশের প্রায় সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মাদক ছোবল দিচ্ছে। এরসঙ্গে এক শ্রেণীর ছাত্ররা জড়িত। এখনই মাদকের রাশ টেনে ধরতে না পারলে, ভবিষ্যতে মাদকের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকাসক্ত শিক্ষার্থীদের আরও খুনের ঘটনা ঘটা বিচিত্র নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া মাদকেরই বলি হয়েছে মেধাবী ছাত্র মামুন। মাদকাসক্ত বন্ধুদের সঙ্গে থেকে সেও মাদকাসক্ত হয়। শেষ পর্যন্ত তাদের মাদকাসক্ত বন্ধুরা মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সেই মাদক আর মাদক বিক্রির সামান্য টাকার জন্য মামুনকে তারই মাদকাসক্ত বন্ধুরা নির্মমভাবে খুন করে। খুনের পর মামুনের মাথা কেটে নিয়ে যায়। পরে অনেক দূরে সেই মাথা ফেলে দেয়। পুরো ঘটনাটিই ঘটেছে মাদকের নেশার ঘোরে। তিনি জানান, ঘটনাটি ২০১৮ সালের ১৩ মার্চ। ওইদিন বেলা এগারোটার দিকে গাজীপুর জেলার জয়দেবপুরের বাইপাশ সড়কের পাশ থেকে মাথাবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। অনেক দূরে ওই ব্যক্তির মাথা পাওয়া যায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মাথা কেটে নিয়ে যায়। এরপর সেটি অনেক দূরে নির্জন জায়গায় ফেলে দেয়। পুবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ রফিকুল ইসলাম-৩ লাশের সুরতহালসহ আনুষঙ্গিক কাজ শেষ করেন। এই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি থানা পুলিশ তদন্ত করে। কিন্তু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে ব্যর্থ হয়। গত বছরের ২২ সেপ্টেম্বর হত্যকারীদের পাওয়া যায় নাই মর্মে আদালতে চূড়ান্ত রিপোর্ট দেয় পুলিশ। আদালত মামলাটি স্বপ্রণোদিত হয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *