সমাজের আলো : যশোরের একটি মাদক নিরাময় কেন্দ্রে মাহফুজুর রহমান (২০) নামের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ওই কেন্দ্রের পরিচালকসহ ১৪ জনকে আটক করেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাস স্ট্যান্ড এলাকার মনিরুজ্জামানের ছেলে। হত্যার অভিযোগে আজ রোববার দুপুরে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন তার বাবা। পুলিশের হাতে আটক ব্যক্তিরা হলেন ওই মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক পূর্ব বারান্দীপাড়ার আবুল কাসেমের ছেলে মাসুম করিম, অপর পরিচালক বারান্দীপাড়া বটতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে আশরাফুল কবির, রেজাউল করিম, ওহেদুজ্জামান, ওহিদুল ইসলাম, আল শাহরিয়া, শাহিন, ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম, সাগর আলী, অহেদুজ্জামান সাগর, নুর ইসলাম, হৃদয় ওরফে ফরহাদ এবং আরিফুজ্জামান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনা জানার পর রাতে প্রতিষ্ঠানটির সিসিটিভি ফুটেজ দেখে মাহফুজকে মারপিট করে হত্যার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, ‘মারপিটের কারণে মাহফুজ মলত্যাগ করে ফেলে। তখন তাকে দিয়েই ওই মল পরিস্কার করানো হয়।’

