সমাজের আলো : শোকাচ্ছন্ন নীরবতায় যেন থমকে গিয়েছিল গোটা দেশ। ৪৬ বছর হয়ে গেল, এখনও মৃত্যুঞ্জয়ী মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুকে ভোলেনি কৃতজ্ঞ বাঙালী। বরং নতুন করেই নতুন শপথে বলীয়ান হয়ে বাঙালী জাতি রবিবার ৪৬ বছর আগের ভয়াল এক রাতের শোকাবহ স্মৃতি স্মরণ করেছে। ধানমন্ডি ৩২ নম্বর। বাঙালীর আশ্রয়স্থল, আশা-ভাবনার মূর্ত প্রতীক। অনিবার্য ঠিকানা আর স্বপ্নের গন্তব্য মহল। রাতের শেষ প্রহর তখন আকাশের গায়ে জেগে উঠতে শুরু করেছে। তখনও ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে নারী-পুরুষ। সবার হাতে শ্রদ্ধার ফুল। তাদের ভেতর কেউ কেউ নীরবে তাকিয়ে আছে মোটা কালো ফ্রেমের চশমা চোখের রঙিন প্রতিকৃতির দিকে। নিয়ন বাতির আলোয় জ্বল জ্বল করছে চমশার ভেতর দিয়ে সে চোখ দু’টো। প্রতিকৃতির সামনের বেদি সকাল হতেই ছেয়ে গেছে ফুলে ফুলে। পেছনে নিস্তব্ধ একটি বাড়ি। যে বাড়ির ভেতর রাখা আছে মোটা ফ্রেমের এ চশমাটি। কারও ব্যবহারের জন্য কোন টেবিলে নয়, জাদুঘরের সামগ্রী হিসেবে। তবে রাজপথের মানুষের প্রাণের স্পন্দনে রবিবার যেন এ প্রতিকৃতির চোখে আলো জ্বলে উঠেছিল। এবারের জাতীয় শোক দিবসে স্বাধীনতাবিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা, পলাতক খুনীদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের পাশাপাশি বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্যের মূল কুশীলবদের খুঁজে বের করে মুখোশ উন্মোচন করতে দ্রুত উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করে তাদের বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে সর্বত্র। পাশাপাশি বঙ্গবন্ধুর খুনীদের প্রেতাত্মা এবং স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক ও জঙ্গী সন্ত্রাসীদের প্রতিহত করার শপথ উচ্চারণ করা হয়।

