রবিউল ইসলাম, শ্যামনগর : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে হরিনগর বাজার সংলগ্ন পাউবোর সুইজগেট পাটাতন না থাকায় হুমকির মুখে উপকুলীয় এলাকাবাসী। সম্প্রতি আম্পান ঝড়ের আঘাত হানার পর পাটাতন না থাকায় নদীর জোয়ারের পানির ¯স্রোতে আবারও ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।স্থানীয়রা জানান ১৯৫৪ সালে এই সুইজগেটটি নির্মান করা হয় আজ অবধি কোন সংস্কার করা হয়নি। সংশি¬ষ্ট কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ এলাকাবাসী। সরেজমিনে যেয়ে দেখা গেছে,পাউবোর সুইজগেটের পাটাতন হাতল এর পাশে ঢালাই ভেঙ্গে ভেঙ্গে ধস্ব নেমে নদী গর্ভে চলে যাচ্ছে আবার দুই পাশের রেলিং ও একই অবস্থা।প্রতিনিয়ত এই গেটের উপর দিয়ে ছোট বড় বিভিন্ন ধরনের ভারি যানবাহন সহ সাধারণ মানুষ ঝুকি নিয়ে চলাচল করছেন। সামনে পূনিমা জোঁয়ারে নদীর পানি বৃদ্ধি পেয়ে সুইজগেটটি ভেঙে বিস্তৃর্ন এলাকা প্লাবিত হতে পারে। এ আশংকায় স্থানীয় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। যেকোন মুহূর্তে সুইজগেট টি ভেঙে যাওয়াসহ উপচিয়ে গিয়ে বিস্তৃন এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। ফলে পার্শ্ববর্তী হরিনগর, কচুখালি,জেল খালী, ধুমঘাট,হেতালখালী ,আইটপাড়া,কুলতলি,কালিনগর,ফুলতলা ,ধানখালী,সহ পার্শ্ববর্তী ইউনিয়ন ও এলাকার হাজার হাজার বিঘা চিংড়ি ঘের, ফসলি ধানের জমি, মিষ্টি পানির পুকুর কাঁচাঘর বাড়ি বিলীন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।এ বিষয শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এস,ও মাসুদ সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন সুইজগেটের পাটাতন আনা হয়েছে দুই একদিনের মধ্যে লাগানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্যামনগর উপজেলার উপকুলিয় পউবোর বেড়ী বাঁধ সহ সুইজগেট গুলো সংস্কারের দ্র’ত ব্যবস্থা নিবেন বলে প্রত্যাশা সংশি¬ষ্ট উপকুলিয়এলাকাবাসী তথা সুশীল সমাজের।

