নিজস্ব প্রতিবেদকঃ মোংলার মিঠাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আজমল সেখ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায় ইউপি সদস্য আজমল সন্ধ্যায় তার নিজ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের টাটিবুনিয়া এলাকায় চায়ের দোকানে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সময় কাটাচ্ছিলেন।
এ সময় পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সাবেক ইউপি চেয়ারম্যান ইসরাফিল হাওলাদার ও তার আপন সহোদর বাহারুল,শরিফুল, তারিকুল হাওলাদারসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসীরা চাপাতি ও লোহার রড নিয়ে ইউপি সদস্যের ওপর হামলা করে তাকে রক্তাক্ত জখম করে।
এ সময় তার ডাকচিৎকার স্থানীয় ছাত্রলীগ নেতা বর্তমান মিঠাখালী ইউপি চেয়ারম্যানের ভাইপো অনিক মন্ডল তাকে বাঁচাতে আসলে তাকেও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
পরে এলাকাবাসীর প্রতিরোধ ও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয়রা ইউপি সদস্য আজমলকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোংলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু উৎপল কুমার মন্ডল বলেন একজন সাবেক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এ ধরনের সন্ত্রাসী হামলা নিন্দনীয়।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনায় মংলা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান এই ইউপি চেয়ারম্যান। এবং অতি দ্রুততম সময়ের মধ্যে এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা প্রশাসক ও জেলা পরিষদে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান তিনি।এ ব্যাপারে অভিযুক্ত ইসরাফিল হাওলাদার এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি তার ব্যবহৃত মুঠো ফোনটি রিসিভ করেননি।এ ঘটনার পরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *