যশোর অফিস : সড়ক দুর্ঘটনায় নিহত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. রুবেল-এর পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। যবিপ্রবির পিটিআর বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও শহীদ মসিয়ূর রহমান হলের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়ার কোনাপাড়া গ্রামে যবিপ্রবির পিটিআর বিভাগের চেয়ারম্যান ডা. মো. ফিরোজ কবিরসহ অন্যরা মো. রুবেলের বাবা-মায়ের হাতে সহায়তার এ নগদ অর্থ তুলে দেন। গত ২১ মার্চ রোববার রাত আনুমানিক পৌনে ৯টায় ঢাকার জিরানি বাজার এলাকায় ট্রাক চাপায় মো. রুবেল ঘটনাস্থলেই ইন্তেকাল করেন বলে রুবেলের শিক্ষক ও সহপাঠীরা জানান।

