যশোর অফিস : যশোরের শার্শায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।বুধবার (২৪ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে ইউনিয়নের কলোনীপাড়া (মান্দারতলা) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন- স্বতন্ত্র প্রার্থীর কর্মী শাহীন কাদির (২৭), তোতা মিয়া (৪৩), ওমর ফারুক (৩৩)। এদের মধ্যে ওমর ফারুকের অবস্থা আশঙ্কাজনক।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামছুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন বলেন, আমার বাবার প্রচারণা শেষে বাড়িতে ফেরার সময় নৌকার সমর্থক সাবেক চেয়ারম্যান কামাল ভূঁইয়ার নেতৃত্বে মাদক মামলার আসামি জব্বার আলী, শামীম হোসেন, প্রবল আলী, নিশান আহমেদ, বিপুল হোসেন, জামিল হোসেন, শিপন আলী, লতিফ হোসেন, খোকন হোসেন তিনজনকে কুপিয়ে জখম করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যান। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামছুর রহমান অভিযোগ করে বলেন, নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সমপ্রতি সাবেক চেয়ারম্যান কামাল ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে যোগ দিয়ে আমার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য সমর্থকদের হুমকি দিয়ে আসছেন। এছাড়া ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল মারার পরিকল্পনা করেছেন। প্রশাসনের কাছে নিরপেক্ষ ভোটগ্রহণের আবেদন জানিয়েছি।এ বিষয়ে নৌকার প্রার্থী আনোয়ারা খাতুন বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা উত্তেজিত হয়ে নানা কথাবার্তা বলায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি ভুল বোঝাবুঝি। একত্রে বসে বিষয়টি মিটিয়ে ফেলা হবে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। মামলার পর আসামি গ্রেফতারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *