যশোর অফিস : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছিতে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ী কাজী মঞ্জুর এলাহী সনিসহ পাঁচজনকে মারধর করার অভিযোগে বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। ছয় জনকে আসামি করে মামলাটি করেছেন ওই ইন্টারনেট ব্যবসায়ী। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন
আসামিরা হলেন, গাইদগাছি গ্রামের রাজন শেখ, রনি খন্দকার, চঞ্চল ও উজ্জল, নাছিম ও শাকিব।
কাজী মঞ্জুর এলাহী সনি মামলায় উল্লেখ করেছেন, তিনি লিঙ্ক-৩ এর কাছ থেকে ভাড়ায় ইন্টারনেট নিয়ে ব্যবসা করেন। আসামিরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তারা তার ওপর ক্ষিপ্ত হন। গত বুধবার দুপুরে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় আসামিরা লোহার রড, জিআই পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান এবং তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আসামিরা কর্মচারী সবুজ এবং কাজী মঞ্জুর এলাহী সনির পিতা কাজী আব্দুল আজিজ, চাচাতো ভাই রুবেল ও মিথুনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। এছাড়া আসামিরা ক্যাশবাক্স ভেঙ্গে ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *