যশোর অফিস : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ৩টি সফল অভিযানে ৫১ বোতল ফেন্সিডিল এবং ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জনকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশের এসআই(নিঃ) শাহিনুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে যশোর জেলার চৌগাছার স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামের নবীছউদ্দীন মন্ডলের ছেলে মোঃ হানিফের নিজ বাড়ি থেকে ৫১ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে।

একই দিন রাতে শহরের রায়পাড়ায় অভিযান চালিয়ে মৃত আসাদ হোসেনের মেয়ে বৃষ্টি বেগম ছন্দা ওরফে ফরিদাকে ৫০০ পিস ইয়াবা সহ আটক করে।

এছাড়াও, একই দিন রাতে বাঘারপাড়ায় তেলিধান্যপুরা গ্রামে অভিযান চালিয়ে হোসেন আলীর ছেলে তাজিম উদ্দিন(৩৬) ও মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে আশিকুল ইসলাম সোহাগকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসব ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *