শহিদ জয়, যশোর প্রতিনিধি : যশোরে কোভিড ১৯ করোনায় শনাক্ত হয়েছেন ৬৮জন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে সোমবার (১৩ জুলাই) ১৮৯টি নমুনা পরীক্ষা করে ৬৮টি পজিটিভ শনাক্ত হয়েছে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। একই দিন যবিপ্রবির ল্যাবে ২৪৯টি নমুনা পরীক্ষায় ৯৭টি রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়েছে।

যবিপ্রবির ল্যাবের পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, যশোরের ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের, মাগুরায় ৪৯ জনের নমুনা পরীক্ষায় ২১ জন, বাগেরহাটের ১১ জনের নমুনা পরীক্ষায় ৮ জন শনাক্ত হয়েছেন।

পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে ড. শিরিন নিগার জানিয়েছেন।#




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *