যশোর অফিস : যশোর জিলাস্কুলে টিকা দিতে এসে গতকাল সজীব অধিকারী (১৭) নামে এক কলেজ ছাত্র ছুরিকাঘাত হয়েছেন। স্কুলের সামনে এ ঘটনা ঘটে। সজীব অধিকারী যশোর সদর উপজেলার রুদ্রপুর ডিগ্রি কলেজের এইচ এস সি মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
সজীব অধিকারী ও তার বন্ধু রাকিব জানিয়েছেন,
বেলা ১১ টার দিকে তারা যশোর জিলাস্কুলে করোনা টিকা দিতে আসেন। স্কুল গেটের সামনে ইজিবাইক থেকে নামার সময় ৩ জন যুবক এসে সজীবের বাম পায়ের উরুতে ছুরিকাঘাত। আহত সজীব ও তার বন্ধুদের ধারণা, ভুলবশত অন্যছেলেকে মারতে গিয়ে তারা সজীবকে ছুরি মেরেছে। সজীব অধিকারী যশোরের মনিরামপুর উপজেলার লেবুগাতী গোয়ালপাড়া গ্রামের দিলীপ অধিকারীর পুত্র। তিনি যশোর ২৫০ শয্যা বিশস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

