শহিদ জয় যশোর প্রতিনিধি : যশোর সদরের কিসমত রাজা পুর গ্রামে প্রবাসী মজনু খাঁর শিশু কন্যা আমেনা (৯) এর মৃত্যুর রহস্য বের হয়েছে। নিহত শিশুর গর্ভধারিনী মা রোজিনা আদালতে হত্যার দায় স্বীকার করে তার জবানবন্দি দিয়েছে। গত ৪ আগস্ট রোজিনা বেগম আদালতে তার শিশু কন্যা তার বর্ণনা দেন।
যশোর জেলা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম গত শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান, মায়ের হাতে মেয়ের মৃত্যু হওয়ায় মা রোজিনা বেগম মৃত্যুর রহস্য গোপন করতে আত্মহত্যার নাটক মঞ্চস্থ করে বিভ্রান্ত করে আসছিলেন। যে ঘটনা গত ২৫ জুলাই বিকেল থেকে ওই গ্রামে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তিনি প্রেস ব্রিফিংএ জানান, গত ২৫ জুলাই বিকেল সাড়ে ৫ টায় যশোর সদরের কিসমত রাজাপুর গ্রামে প্রবাসী মজনু খাঁ এর ছোট মেয়ে আমেনা আত্মহত্যা করেছে । এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত দেখে ও শুনে লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন। প্রবাসী মজনু খাঁর এর বৃদ্ধ মাতা ও মজনু খাঁ এর স্ত্রী রোজিনা ও বাঘারপাড়া থানার খলসি গ্রামের নুর জালালের ছেলে গ্রাম্য ডাক্তার মজনু কে সন্দেহ করে এবং তাদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষনের অভিযোগ এনে কোতয়ালি থানায় মামলা হয়।
মামলার এজাহারে অভিযুক্ত দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মা রোজিনা বেগম ঘটনা ভিন্নভাবে অন্যদিকে নেওয়ার চেষ্টা করে।
তিনি পুলিশকে বিভ্রান্তি মূলক তথ্য দেন। পরে তাদেরকে পুলিশ ওই মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। বিজ্ঞ আদালতের আদেশে মামলার তদন্তকারী কর্মকর্তা রোজিনা বেগমকে ১ দিনের রিমান্ডে নিয়ে জেলা গোয়েন্দা শাখা ,ও যশোর কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে জিজ্ঞাসাবাদে আমেনার গর্ভধারিনী মা রোজিনা বেগম নিজের দোষ স্বীকার করে।
তার স্বীকারোক্তি মতে তিনি জানান, মেয়ের ওপর রেগে গিয়ে ঘাড়ে হাত দিয়ে ঘুরিয়ে দিলে মেয়ের ঘাড় মটকে মারা যায়। পরে মাতা রোজিনা বেগম মেয়ে হত্যার দায় থেকে বাঁচতে জ¦ালানী রাখার ঘরে রশি টাঙ্গিয়ে মেয়েকে ফাঁস দেয় এবং আত্মহত্যা বলে চিৎকার করতে থাকে। পরে মাতা রোজিনা বেগমকে নিয়ে এলাকায় গিয়ে তদন্তে সত্যতা পেয়ে রোজিনা বেগমকে শুক্রবার বিকেলে আদালতে সোর্পদ করলে তিনি স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *