যশোর অফিস : গাঁজা বেচাকেনার অভিযোগে পুলিশ দুই গাঁজা বিক্রেতাকে চারশ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের কাজীপাড়া পুরাতন কসবা বর্তমানে সদর উপজেলার বিরামপুর ফকিরের মোড় এলাকার মৃত খোরশেদ মোল্লা ওরফে মোরশেদ মোল্লার ছেলে তিতাস ওরফে মাহমুদুর রহমান ও যশোর শহরের সার্কিট হাউজপাড়া (বারিক জোয়াদ্দার এর বাড়ির ভাড়াটিয়া) মৃত মিজানুর রহমানের ছেলে আরাফাত হোসেন। গ্রেফতারকৃতদের শনিবার ২৪ ডিসেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে থানার পুুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের খড়কী কলাবাগান পাড়াস্থ জনৈক রেখা এর বাড়ির সামনে চাতালের উপর থেকে আরাফাত হোসেনকে গ্রেফতার করে। এ সময় আরাফাতের কাছে থাকা ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। আরাফাত হোসেনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ,তার সাথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার দক্ষিণ ফুকরা গ্রামের বর্তমানে যশোর শহরের খড়কী কলাবাগান পাড়া (জনৈক রেখা এর বাড়ির ভাড়াটিয়া) বিল্লাল শেখ এর ছেলে শান্ত ইসলাম মিলে দীর্ঘদিন যাবত গাঁজা বেচাকেনার করে আসছে। অপরদিকে,কোতয়ালি মডেল থানার আরো এক এএসআই শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের হযরত গরীবশাহ রহ মাজার শরীফ এর পিছনে ভৈরব নদীর পাড়ে উত্তর পাশে ফাকা জায়গা থেকে তিতাস ওরফে মাহমুদুর রহমানকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলাদা মাদক আইনে কোতয়ালি মডেল থানায় দু’টি মামলা করেন।

