সমাজের আলোঃ যৌতুকের দাবিতে দুই গৃহবধূকে নির্যাতন ও মারপিটের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে। দু’টি নির্যাতনের ঘটনার মধ্যে একটি সদর উপজেলা নরেন্দ্রপুর গ্রামের অপরটি মাহিদিয়া গ্রামে।
সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের মকগুল মিনের মেয়ে মোছা সালমা বেগম (৩৫) মঙ্গলবার রাত ৯ টায় কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মাষ্টার পাড়ার নওশের মোড়লের ছেলে আবুল হোসেন এর সাথে বিয়ের হওয়ার পর আবুল হোসেন ঘর বাড়ি করার জন্য যৌতুক বাবদ ৫লাখ টাকা দাবি করে নির্যাতন শুরু করে। মেয়ের সুখের কথা ভেবে ৩লাখ টাকা যৌতুক বাবদ প্রদান করে। পরবর্তীতে বাকী ২লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন করতে থাকে। এর মধ্যে গৃহব
