যশোর অফিস : যশোর সদর উপজেলার রামনগর ভাটপাড়া গ্রামে চাঁদার দাবিতে আজিম উদ্দিন (৫৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আজিম উদ্দিন এই ঘটনায় পিতাপুত্রসহ তিনজনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
আসামিরা হলো, কামালপুর গ্রামের মশিয়ার রহমান (৪৮) ও তার ছেলে মাসুম হোসেন (২৬) এবং হাফিজুর রহমানের ছেলে ইব্রাহিম হোসেন (৩৮)।
আজিম উদ্দিন এজাহারে উল্লেখ করেছেন, তিনি নার্সারী ও বালি-মাটির ব্যবসা করেন। আসামিরা গত ২৯ আগস্ট রাত ৮টার সময় সতীঘাটা বাজারে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ৭দিনের মধ্যে টাকা না দিলে খুন করে ফেলবে বলে হুমকি দেয়। গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সতীঘাটা বাজারের অদুরে ভাটপাড়ার একটি চায়ের দোকানের সামনে গেলে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তার কাছে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা ধারালো দা দিয়ে তার মাথায় পরপর তিনটি কোপ মারে। এরপর লোহার রড ও হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিটে জখম করে। তার পকেটে থাকা সাড়ে ৭ হাজার টাকা কেড়ে নেয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যা হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তিনি কিছুটা সুস্থ্য হয়ে কোতয়ালি থানায় মামলা করেন।
