শহিদ জয়, যশোর
যশোরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের একজন ধারালো অস্ত্রের আঘাতে এবং অপরজন সংঘবদ্ধ মারপিটে মারা গেছেন। মঙ্গলবার বিকেলে চৌগাছা উপজেলার সলুয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং একই গ্রামের হযরত আলীর ছেলে আব্দুল আলিম পলাশ (৩৫)।
পুলিশ জানায়,পলাশ সংঘবদ্ধ মারপিটে নিহত হন এবং রফিকুল ইসলাম ধারালো অস্ত্রের আঘাতে মারা যান। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ও পলাশের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে চৌগাছা উপজেলার সলুয়া কলেজের সামনে রফিকুল ইসলামকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন পলাশ।
রফিকুলের ওপর হামলার ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হামলাকারী পলাশকে ঘিরে ফেলেন। পরে বিক্ষুব্ধ জনতার বেধড়ক মারধরে পলাশ গুরুতর আহত হন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার একটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলিম পলাশকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *