যশোর অফিস : জেলা গোয়েন্দা শাখা ডিবি ও চাঁচড়া ফাঁড়ী পুলিশ আলাদা অভিযান চালিয়ে এক কেজি তিনশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় গাঁজা বেচাকেনার অভিযোগে এক নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া নারায়ণপুর গ্রামের শামসুল সরদারের স্ত্রী,বদিয়ার জামানের ছেলের বউ ও মৃত আলী হোসেন ও মাফিয়া বেগমের মেয়ে জোসনা বেগম এবং যশোর সদর উপজেলার মাহিদিয়া উত্তরপাড়ার কেরামত মোল্লার ছেলে রাজু মোল্লা। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
ডিবি পুলিশ জানায় ,সদর উপজেলার মাহিদিয়া উত্তরপাড়ার আলীর বসতবাড়ীর সামনে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার ২৭ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় উক্ত স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা রাজু মোল্লা ও হায়দার আলী দৌড়ে পালানোর চেষ্টা করে। রাজু মোল্লাকে গ্রেফতার করলেও সহযোগী হায়দার আলী দৌড়ে পালিয়ে যায়। অপরদিকে, চাঁচড়া ফাঁড়ী পুলিশ বুধবার ২৭ অক্টোবর সকাল পৌনে ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে চাঁচড়া চেকপোষ্ট যশোর বেনাপোল ডাউন বাস কাউন্টারের সামনে থেকে জোসনা বেগমকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ৬শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। ২৭ অক্টোবর ও ২৮ অক্টোবর গ্রেফতারকৃত দু’জনকে আদালতে সোপর্দ করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *