- যশোর অফিসযশোরের ঝিকরগাছা উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে মাসুদ রানা (৩০) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে আশিংড়ি গ্রামে আফিল ফার্মের পাশের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মাসুদ রানা শার্শা উপজেলার উলাসী গ্রামের আব্দুল আজিজের ছেলে।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, দুপুরে আশিংড়ি গ্রামের কয়েকজন নারী গরু বাঁধতে গিয়ে পাশের নির্মাণাধীন একটি বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে তারা বাড়ির ভেতরে উঁকি দিয়ে মরদেহটি দেখতে পান এবং পুলিশে খবর দেন।ওসি আরও জানান, নিহত ব্যক্তিকে বসানো অবস্থায় গলায় দড়ি পেঁচানো ও জানালার সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের পর ভ্যানে থাকা দড়ি দিয়ে মাসুদ রানাকে হত্যা করা হয়েছে।পরিবার জানায়, মাসুদ গত ৬ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।
