যশোরে অফিস।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও এক বোতল বিদেশী মদসহ তিনজনকে আটক করা হয়েছে।পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন জানান, বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কোতোয়ালি মডেল থানার শংকরপুর ও কাশিমপুর এলাকায় অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে শংকরপুর চোপদারপাড়া এলাকা থেকে মনির হোসেন অন্তর (৩৪)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একই এলাকায় অপর অভিযানে নজরুল ইসলাম (৫০) কে এক বোতল (৭৫০ মিলি) বিদেশী মদসহ আটক করা হয়। একই ম্যাজিস্ট্রেট তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ দিনের কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে,কাশিমপুর কামারপাড়া এলাকা থেকে মিলন চৌধুরী (৫০)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে মোবাইল কোর্ট তাকে ৩০ দিনের কারাদণ্ড ও ৬৫০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,এ ধরনের অভিযান চলমান থাকবে।
