যশোর অফিস

যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব যশোর মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সারাদিনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে,সভাপতি পদে ফজলে রাব্বি মোপাসা ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসমাইল হোসেন পান ৩৩ ভোট এবং সাব্বির মালিক বাবু পান ২৯ ভোট।

সহ-সভাপতি পদে মো. শরিফুল ইসলাম ৫৫ ভোট ও মো. সুলতান আহম্মেদ ৬২ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে মো. শাহিনশা রানা ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর ইসলাম ৩২ ভোট,ও মোঃ সেলিম হোসেন১৯ভোট পেয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে আবু ইসহাক বাবু ৫৮ ভোট ও আহমেদ মজমুল করিম ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ফিরোজ আক্তার ৪৩ ভোটে বিজয়ী হন।

প্রচার সম্পাদক পদে বিপ্লব মাহমুদ ৫৮ ভোটে,দপ্তর সম্পাদক পদে মো. ইসরাফিল হোসেন ৬৬ ভোটে এবং কোষাধ্যক্ষ পদে মো. মিরাজ উদীন (তোতা) ৫১ ভোটে বিজয়ী হন।

শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোছাঃ রহিমা খাতুন (হাফিজ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ক্রিয়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কাসেম আলী (লম্বার) ৫৫ ভোটে নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে জাহিদুল ইসলাম ভূইয়া ৭০ ভোট এবং মো. শরিফুল ইসলাম লাভলু ৫৬ ভোট পেয়ে বিজয়ী হন।

সার্বিকভাবে নির্বাচনে ভোটারদের উৎসাহ ও প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *