যশোর অফিস : যশোরে গত ২৪ ঘণ্টায় সংক্রমন করোনা ভাইরাসে নতুন করে আরো দু’জন নারীর মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ১১১জন। মৃত্যুর তালিকায় দু’জন হাসপাতালের রেড জোনে চিৎিসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে অত্র হাসপাতালে দু’জন মারা যান বাকী ৪জন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর ও ঝিনাইদহের দুই নারী জানুয়ারি মাসের ২৭ ও ২৮ তারিখে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার ববিতা (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তফুরা (৮০)। তারা দুইজন বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে জানানো হয়েছে, যশোরের ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ। এছাড়া , হাসপাতালে র্যাপিট এন্টিজেন্ট থেকে ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রেড জোনে ১২৫ জন ও ইয়েলো জোনে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

