যশোর অফিস : যশোরে সতিনের পিতার বড়ি থেকে গহনা ও টাকা চুরির অভিযোগে তিন জনের বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে একটি মামলা হয়েছে। বুধবার যশোরের বাাঘারপাড়ার বালিয়াগড় গ্রামের শেখ শহিদুল ইসলামের স্ত্রী মনিরা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কালীগঞ্জ থানার ওসিকে।
আসামিরা হলো যশোর সদরের শশুনাদহা গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী ফরিদা বেগম ও তার ছেলে আলফাস তরফদার, মেয়ে বাদীর সতিন জান্নাতী খাতুন।
মামলার অভিযোগে জানা গেছে, শহিদুল ইসলাম জান্নাতী খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। শহিদুল ইসলামের দুই স্ত্রী একই বাড়িতে আলাদা বসবাস করতেন। সুখে শান্তিতে তাদের সংসার চলছিল। গত ৮ ডিসেম্বর জান্নাতির শ্বশুর বাড়িতে এসেন তার মা ও ভাই। এরপর জান্ননাতর সতিন মনিরা খাতুন তার পিতার বাড়ি কালীগঞ্জের দিঘারপাড়া গ্রামের বেড়াতে নিয়ে যান আসামিদের। এদিন আসামিরা একে অপরের সহযোগীতায় মনিরা খাতুনের পিতার বাড়ির বক্সে রাখা গহনা ও টাকা চুরি করে। বিষয়টি জানাজানির পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা খুন জখমের হুমকি দিয়ে চলে আছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় অভিযোগ দিলে গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

