যশোর অফিস : যশোরে ২২টি অবিস্ফোরিত বোমা,বোমা নিষ্ক্রিয় (অকেজো) করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আজ সকালে ৫ সদস্যের বোমা নিষ্ক্রিয় টিমটি সকাল ১০টার দিকে সদরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের খালপাড়ে কলাবাগানের এই বোমা নিষ্ক্রিয় করেন।এসময় কয়েকটি বোমা বিকট শব্দে ধোয়ায় আচ্ছন্ন হয়ে এলাকা আতঙ্কিত হয়ে যায়। বোমা নিষ্ক্রিয় করার সময় পুলিশ পাহারায় চারপাশে এক হাজার গজের মধ্যে ঢাকা রাখা হয় জানমালের কোন ক্ষতি না হয়।এসব বিষয় যশোর কোতয়ালী থানার ওসি তদন্ত শেখ তাসমিম আলম , বোমা নিষ্ক্রিয় করার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার ২২ টি বোমা নিষ্ক্রিয় করতে কাউন্টার টেররিজম ইউনিটকে জানানো হয়। ৫ সদস্য বোমা নিষ্ক্রিয় টিম যশোরে আসলে বৃহস্পতিবার সকালে বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়।

