যশোর প্রতিনিধি: যশোরে ৮২ নমুনা পরীক্ষায় ৩১ জনের কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার এই তথ্য প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন,যশোর ছাড়াও মাগুরার ২৬ জনের নমুনা পরীক্ষায় ৭ জন, খুলনার ৩০ নমুনা পরীক্ষায় ৭ জন, বাগেরহাটের ৫৮ নমুনা পরীক্ষায় ৯ জন ও সাতক্ষীরার ৭৪ নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। সবমিলিয়ে ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ ও শনাক্ত হয়। বাকি ২০১ জনের নেগেটিভ ফলাফল এসেছে। যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, করোনা পরীক্ষার ফলাফলের কপি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে এবং তাদের বর্তমান বাসস্থান লকডাউন করার পাশাপাশি আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। জনসাধারণকে আরো সচেতন ও সর্তকভাবে চলাফেরা করতে হবে। যাতে সংক্রমণের সংখ্যা কমিয়ে আনা যায়। আমরা প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছি। আশাকরি সাধারণ মানুষ সহযোগিতা করলে এর গতি থামানো যাবে।

