যশোর প্রতিনিধি : যশোর শিক্ষাবোর্ডে কর্মচারীদের (সিবিএ) নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করেছে শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়ন (২১২১) দোয়াত কলম প্রতীক।
সোমবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণের পর বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব।
এ নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তা খুলনা শ্রম অধিদফতরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষাবোর্ডের সিবিএ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। ৮৮ ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে যশোর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়ন (২১২১) দোয়াত কলম প্রতীক ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাদের একমাত্র প্রতিদ্বন্দী প্যানেল যশোর শিক্ষাবোর্ড এমপ্লয়ীজ ইউনিয়ন (২১২৭) হরিণ প্রতীক পেয়েছে ৩৩ ভোট। নির্বাচনে বিজয়ী প্যানেলের নেতাকর্মীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাত সদস্য বিশিষ্ট সিবিএ এর পূর্ণাঙ্গ করবেন। সেই কমিটি শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার পক্ষে কাজ করবে বলে সকলে আশাবাদী।
নির্বাচনে বিজয় লাভ করার পর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের (২১২১) সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ নেতাকর্মীরা যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে অভিনন্দন জানান। সেইসাথে কাজী নাবিল আহমেদের নেতৃত্বে শিক্ষাবোর্ডে শেখ হাসিনার উন্নয়ন যাত্রায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজয় উৎসবে যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলকে তারা ফুলেল মালা পরিয়ে স্বাগত জানান ও মিষ্টিমুখ করান।
সকাল থেকে দিনব্যাপী নির্বাচন পর্যবেক্ষণ করেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

