সমাজের আলো: খুলনার খালিশপুরে আসিফ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার ভিডিও ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে একটি সেলুনের সিসি ক্যামেরা থেকে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই ভিডিও ফুটেজ সংগ্রহ করে। জানা যায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের সামনে এ হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় মহানগর ছাত্রলীগের সদস্য জুবায়ের (২৫) ও ছাত্রলীগ কর্মী রানা (২৫) গুরুতর জখম হন।
