সমাজের আলোঃ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে নানা অনিয়মের কারণে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়সহ মিরপুর শাখা সিলগালা করা হয়েছে। আজ মঙ্গলবার র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল বিকালে করোনা চিকিৎসায় অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালানো হয়। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

এছাড়াও প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ যারা এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমি।

সোমবার (৭ জুলাই) মাশরাফির পরিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভালো।

এরআগে ২০শে জুন মাশরাফির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। শনিবার (৪ জুলাই) দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও ফল পজিটিভ আসে মাশরাফির।

উল্লেখ্য, মাশরাফির করোনা আক্রান্ত হওয়ার ২ দিন পর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সেজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সেজার এবং স্ত্রী সুমনা হক সুমি। সকলেই সুস্থ আছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *