মোঃ রাহাতুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ- রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী ২০২১ পালন করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে রোটারিয়ানদের উপস্থিতিতে বিভিন্ন ধরনের বৃক্ষের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার প্রেসিডেন্ট তারেকুজ্জামান খান, সেক্রেটারী মাহবুব আলম রানা, ডেপুটি গভর্নর আসাদুর জামান, পাস্ট প্রেসিডেন্ট ফাকরুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট আবু মুসা, পাস্ট সেক্রেটারী তানভীর মুরাদ মুন্না, ট্রেজারার এসকে রফিকুল ইসলাম, পাস্ট সেক্রেটারী জোসনা দত্ত, রোটারিয়ান মো: গোলাম আজম, আব্দুস সোবহান, মো: মহিবুল্লাহ চৌধুরী, মো: আকবার হোসেন, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, রোটার্যাক্ট ক্লাব অব রয়েল সাতক্ষীরার প্রেসিডেন্ট আতিকুজ্জামান আপন, চার্টার প্রেসিডেন্ট ও আইপিপি আরিফুজ্জামান আপন, প্রেসিডেন্ট ইলেক্ট শিরিন আক্তার, সেক্রেটারী রাহাতুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মুজাহিদুল ইসলাম, ইব্রাহিম খলিল, তরিকুল ইসলাম অন্তর, সৌমি প্রমুখ।
