সমাজের আলো।। র্যাব-৬ সাতক্ষীরার সদস্যরা এক অভিযান চালিয়ে জাল টাকা প্রস্তুতকারী হিসেবে এক ব্যক্তিকে আটক করেছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪.৫০টায় যশোরের কেশবপুরের মাগুরখালী বাজার হতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ আবু হানিফ (২৫)। সে কেশবপুরের কন্দর্পপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে।
তার নিকট হতে নগদ ৮১ হাজার ৮০০ টাকা, জাল টাকা তৈরির সরঞ্জামাদি হিসেবে কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টার, সিপ্ইিউ, কিবোর্ড, মাউস ও সীলপ্যাডের কালিসহ প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী উদ্ধার করা হয়।
র্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, যশোরের কেশবপুর থানার মাগুরখালী বাজারে জনৈক মোঃ আবু হানিফ দীর্ঘদিন ধরে তার নিজের দোকানে জাল টাকা ছাপিয়ে বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোমবার ৪.৫০টার সময় উল্লেখিত দোকানে অভিযান পরিচালনা করে। এসময় উল্লেখিত সরঞ্জামাদি ও জাল টাকাসহ মোঃ আবু হানিফকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলাসহ কেশবপুর থানায় হস্তান্তর করা হয়।

