সমাজের আলো : র্যাবের অভিযানে সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যলয়ের সামনে থেকে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম মোঃ ঈমান আলী সরদার (৩০)। সে শহরের আমতলা মোড়ের মৃত তাইজুল ইসলামের ছেলে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল বিকাল সাড়ে ৫টার সময় র্যাব সদস্যরা উক্তস্থানে অভিযান চালায়। এ সময় উক্ত যুবককে ৯০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।

