সমাজের আলো।। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেছেন, দেশকে সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হলে পুরুষদের পাশাপাশি নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আদর্শ ও নৈতিকতা দিয়েই একটি স্বচ্ছ সমাজ গড়ে তোলা সম্ভব।
সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়ন মহিলা বিভাগের আয়োজনে শুক্রবার (১৭অক্টোবর) আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সকালে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
ইউনিয়ন সভাপতি মাস্টার শহীদুল্লাহ সভাপতিত্বে, সেক্রেটারি আহসান হাবীব সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেঃ মাওলানা মাসুম বিল্লাহ, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক গাজী রেজাউল করিম প্রমুখ।
তিনি আরও বলেন, আজ দেশের প্রশাসন, শিক্ষা, রাজনীতি ও অর্থনীতির সর্বত্র দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই অবস্থার পরিবর্তনে নৈতিক ও আদর্শবান নেতৃত্বের পাশাপাশি নারীসমাজকে দায়িত্ব নিতে হবে। যে আল্লাহভীতি, দেশপ্রেম ও মানবতার সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসবে, তারাই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে।
এ দিক
বিকাল ৩.৩০ সময় সাতক্ষীরা থানার খলিশখালীর দুধলি ওয়ার্ড শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৭ই অক্টোবর (বৃহঃবার) জামায়াত ইসলামি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক গাজী রেজাউল করিম মনুর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী(তালা – কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহ সেক্রেঃ মাওঃ মাসুম বিল্লাহ, ইউনিয়ন সভাপতি মাস্টার শহিদুল্লাহ মোড়ল প্রমুখ।
অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন,আমাদের নিজেকে সৎ রাখতে হবে, অন্যায় ও অন্যায়ের সহযোগীতা থেকে বিরত থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে, তাহলেই আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারব।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *