সমাজের আলো।। নির্বাচন কমিশনের তালিকায় নতুন যুক্ত হওয়া প্রতীক শাপলা কলিও নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে শাপলা কলি নয় প্রতীক হিসেবে দলের জন্য শাপলাই চান তারা। তাদের দাবি থেকে একবিন্দুও পিছপা হবেন না এনসিপি নেতারা। বৃহস্পতিবার মানবজমিনকে এ কথা জানিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন। তিনি বলেন,আমাদের চাহিদা মোতাবেক শাপলা দিতে হবে। শাপলা কলি প্রতীক আমরা নেব না। নির্বাচন কমিশন যেহেতু শাপলা কলি দিতে পেরেছ। কেনো আমাদের চাহিদার শাপলা দেবে না।

 
			 By Yeorab Hossain
   By Yeorab Hossain