শার্শা প্রতিনিধি : শার্শার সুবর্ণখালী গ্রাম থেকে ৬ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। যশোরের শার্শা থানার সুবর্ণখালী গ্রামের প্রাথমিক বিদ্যালয় এর দক্ষিণ পাশ থেকে মোঃ ইসরাফিল মাস্টার এর মেহেগনী বাগান থেকে হাসান (ওরফে) সুটার হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটককৃত, হাচান (ওরফে) সুটার হাচান, শার্শা উপজেলার বহিলাপোতা গ্রামের মোঃ বাবলুর রহমানের ছেলে। শার্শা থানার,(এসআই) মেহেদী হাসান জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আমিও আমার সঙ্গীয় ফোর্সসহ (১৫ জুলাই) রাত ১.৩০ ঘটিকার সময় শার্শা থানার সুবর্ণখালী গ্রামের প্রাথমিক বিদ্যালয় এর দক্ষিণ পাশে মোঃ ইসরাফিল মাস্টার এর মেহেগনী বাগান থেকে ৬ কেজি গাঁজা সহ আসামী কে আটক করতে সক্ষম হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান উক্ত বিষয়ে শার্শা থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক